Logo

সারাদেশ

নীলফামারীতে দারোয়ানী সুতাকল পুনরায় চালুর দাবি

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৬:০৪

নীলফামারীতে দারোয়ানী সুতাকল পুনরায় চালুর দাবি

নীলফামারীর ঐতিহ্যবাহী দারোয়ানী সুতাকল (টেক্সটাইল মিল) পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার টেক্সটাইল মিল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিলটির পুনরায় চালুর জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, চড়াইখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মোল্লা ও সুতাকল সিবিএর সাবেক সভাপতি ওবায়দুল হক মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ মিলটি স্থাপন করেছিলেন। দেশের সুতার চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হত এ সুতাকল থেকে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সুতা তৈরির জন্য পরিচিত মিলটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়েছে। কোটি টাকা মূল্যের মেশিনপত্র মরিচা ধরে ধ্বংস হতে বসেছে।

তারা আরও বলেন, এক সময় এ মিলটি এলাকায় বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু বর্তমানে এটি বন্ধ হয়ে যাওয়ার কারণে এলাকার মানুষের জীবিকা ও উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। বক্তারা দাবি করেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের ষড়যন্ত্রের কারণে এ মিলটি বন্ধ করা হয়েছে।

মানববন্ধন শেষে আয়োজক সংগঠনের নেতারা বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন এবং দ্রুত মিলটি চালু করার জন্য সরকারের নিকট দাবি জানান।

তৈয়ব আলী সরকার/এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর