Logo
Logo

সারাদেশ

বান্দরবানে অস্ত্রসহ নারী গ্রেপ্তার

Icon

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৬:২৪

বান্দরবানে অস্ত্রসহ নারী গ্রেপ্তার

প্রতীকী ছবি

বান্দরবানের লামায় চুরির মামলার মালামাল উদ্ধার করতে গিয়ে দেশীয় অস্ত্রসহ এক নারী গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড কুমারমারঝিরি এলাকার নুরুল আমিনের বাড়ি থেকে এ অস্ত্র এবং চোরাই মালামাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নারীর নাম বেবী আকতার (৩৫)। তিনি কুমারমাঝিরির জলপাইতলী এলাকার নুরুল আমিনের স্ত্রী। 

সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় এ ঘটনায় প্রেস ব্রিফিং করে জেলা পুলিশ। 

পুলিশ জানায়, রিমস্ত রোয়াজা নামে একজন চোরাই মালামাল সম্পর্কে অভিযোগ জানানোর পর পুলিশ অভিযান চালায়। পুলিশ এসে নুরুল আমিনের বাড়ি থেকে বেবী আকতারকে গ্রেপ্তার করে এবং তার দেখানো জায়গা থেকে চোরাই মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি একনলা বন্দুক (লম্বা প্রায় ৪ ফুট ১০ ইঞ্চি), একটি সাবমারসিবল পানির পাম্প কন্ট্রোল বক্সসহ অন্যান্য চোরাই মালামাল।

এ বিষয়ে বান্দরবান জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাউছার বলেন, ‘চুরির ঘটনায় বেবী আকতার ও তার স্বামী নুরুল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

বেলাল আহমদ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর