Logo

সারাদেশ

টিসিবির পণ্য খুচরা বাজারে, কক্সবাজারে ব্যবসায়ীকে জরিমানা

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৭:১১

টিসিবির পণ্য খুচরা বাজারে, কক্সবাজারে ব্যবসায়ীকে জরিমানা

কক্সবাজারে অবৈধভাবে টিসিবির বোতলজাত সয়াবিন তেল মজুদ ও পণ্য নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ জেলা শহরের বাহারছড়া বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

সংস্থাটির সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, সোমবার সকাল বাহারছড়া বাজারে অভিযান চালান। এ সময় আল্লাহ দান স্টোরে টিসিবির সয়াবিন তেল মজুদ পাওয়া যায়। টিসিবির বোতলজাত সয়াবিন তেল মজুদ রেখেছিলেন সৈয়দ নামে বিক্রেতা । এ কারণে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে চার বোতল সয়াবিন তেল জব্দ করেন।

তাৎক্ষণিকভাবে এ ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান বলে জানিয়েছেন সহকারী পরিচালক হাসান আল মারুফ। 

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর