Logo
Logo

সারাদেশ

অপহরণের দুইদিন পরে ব্যবসায়ী উদ্ধার

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৮:৫৫

অপহরণের দুইদিন পরে ব্যবসায়ী উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফলে ৭২ বছর বয়সী ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক ওরফে শিবু বনিককে (৭২) অপহরণের প্রায় ৫০ ঘণ্টা পরে উদ্ধার করা হয়েছে। রোববার (০৫ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে অফিসার ইনচার্জ (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কচুয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করে।

উদ্ধারের পর শিবানন্দ রায় বনিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে তাকে থানায় নিয়ে পরিবারের হাতে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্র জানায়, অপহৃত শিবু বনিককে বড় ডালিমা গ্রামের কচুয়া এলাকার একটি মসজিদের পাশে আটকে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, ‘আনুমানিক রাত ১টার দিকে আমরা শিবু বনিককে উদ্ধার করতে সক্ষম হই। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। তাদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।’

এর আগে ৩ জানুয়ারি, শুক্রবার, শিবানন্দ রায় বনিক তার ব্যবসা প্রতিষ্ঠান 'কানু প্রিয় ভান্ডার' এ টাকা-পয়সার হিসেব করছিলেন। এই সময় ৭-৮ জনের ডাকাত দল অস্ত্রের মুখে তাকে অপহরণ করে এবং দোকান থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকা লুট করে। পরে তাকে তেঁতুলিয়া নদী দিকে নিয়ে যায় ডাকাতরা। শিবানন্দ রায় বনিকের ফিরে আসায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।

আরিফুল ইসলাম সাগর/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর