Logo

সারাদেশ

তাঁত বোর্ডের চেয়ারম্যানসহ ১৫ কর্মকর্তা অবরুদ্ধ, ৭ ঘণ্টা পর মুক্ত

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:০৭

তাঁত বোর্ডের চেয়ারম্যানসহ ১৫ কর্মকর্তা অবরুদ্ধ, ৭ ঘণ্টা পর মুক্ত

ছবি : বাংলাদেশের খবর

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকীসহ কমপক্ষে ১৫ জন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। সোমবার (৬ জানুয়ারি) দুপুর ২টা থেকে প্রতিষ্ঠানটির সেমিনার কক্ষে তাদের অবরুদ্ধ করে রাখা হয়। 

পরে রাত ৯টায় নরসিংদী জেলা প্রশাসক, পুলিশ সুপার ও দায়িত্বপ্রাপ্ত সেনাকর্মকর্তার হস্তক্ষেপে লিখিত প্রতিশ্রুতি দিয়ে অবরুদ্ধ দশা থেকে বের হন তারা।

অবরুদ্ধ কর্মকর্তাদের মধ্যে ছিলেন, তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকী, সদস্য (পরিকল্পনা ও বাস্তবায়ন) মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) আকরামুজ্জামান, প্রধান হিসাব রক্ষক সুকুমার চন্দ্র সাহা, প্রকল্প পরিচালক মো. আইয়ুব আলী, ব্যবস্থাপক (অপারেশন) মো. মনজুরুল ইসলাম, ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) মো. সাইফুল হক, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মাহবুবুল হকসহ ১৫ জন।

জানা গেছে, সোমবার দুপুরে বাংলাদেশ তাঁত বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিষ্ঠানটিতে আসেন পরিচালনা পরিষদের সঙ্গে সভা করতে। দুপুর ২টায় সেমিনার কক্ষে প্রবেশের পরই আন্দোলনরত শিক্ষার্থীরা ওই কক্ষের প্রবেশ দরজার বাইরে অবস্থান নেন। তারা সেখানে বসে পড়েন এবং দাবি আদায়ের স্লোগান দেন। এতে কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে সন্ধ্যায় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার আবদুল হান্নান ও নরসিংদী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ সেখানে যান। প্রায় তিন ঘণ্টা আলোচনা শেষে লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পর অবরুদ্ধ কর্মকর্তাদের বের হতে দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় কলেজ স্থানান্তরিত করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা। এরই অংশ হিসেবে শিক্ষার্থীরা বেশ কয়েকবার ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সভা-সমাবেশ ও মানববন্ধন করেন। কর্তৃপক্ষ তাদের দাবি বাস্তবায়নে একাধিকবার আশ্বাস দিয়েও তা পূরণ না হওয়ায় আজ তারা এই কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন।

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী জানান, ‘আগামী ১৩ জানুয়ারির মধ্যে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় নিতে জরুরি একটি সভা আয়োজন করা হবে, এমন একটি লিখিত প্রতিশ্রুতি শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। এরপর অবরুদ্ধ অবস্থা থেকে কর্মকর্তা বের হয়ে এসেছেন।’

তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দিকী বলেন, ‘একটি প্রতিষ্ঠানকে অন্য প্রতিষ্ঠানের অধীনে নিতে আইনি প্রক্রিয়া আছে, সেটি অনুসরণ করেই তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরে স্থানান্তর করা সম্ভব। বিষয়টি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টাকে জানানো হবে, যে সিদ্ধান্ত আসবে, সেটাই বাস্তবায়ন করা হবে। কিন্তু আমাদের সময় না দিয়ে অবরুদ্ধ রেখে এখনই দাবি আদায় করা সম্ভব নয়। তাদের আন্দোলন যৌক্তিক, তবে আমাদেরকে সময় দিতে হবে।’

সুমন রায়/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর