Logo
Logo

সারাদেশ

পাবনায় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী কাঙাল বাবু গ্রেপ্তার

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:৩২

পাবনায় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী কাঙাল বাবু গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

সেনাবাহিনীর অভিযানে পাবনার আমিনপুর থেকে শীর্ষ সন্ত্রাসী কবির বাবু ওরফে কাঙাল বাবুকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

 সে সাগরকান্দী ইউনিয়নের কেষ্টপুর এলাকার আইজ উদ্দিন মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই ও বিস্ফোরক মামলা রয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেজর শফিকুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল পাবনার আমিনপুর থানার সাগরকান্দী ইউনিয়নের কেষ্টপুরে দীর্ঘ ৪ ঘণ্টা অভিযান শেষে একটি একনালা বন্দুকসহ কাঙাল বাবুকে গ্রেপ্তার করা হয়। 

সেনাবাহিনীর মেজর শফিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার বাবুর বিরুদ্ধে পাবনা সদর ও রাজবাড়ী গোয়ালন্দ থানায় ৩টি হত্যা মামলা, আমিনপুর ও সুজানগর থানায় একাধিক অস্ত্র, ডাকাতি, বিস্ফোরক ও নাশকতা মামলা, বিভিন্ন থানায় ডাকাতি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে হামলা, মারধর, মুক্তিপণ আদায় ও দখল বাণিজ্যেরও শতাধিক অভিযোগ রয়েছে। ’

এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর বলেন, ‘গ্রেপ্তার কাঙাল বাবুর বিরুদ্ধে অস্ত্র মামলা হয়েছে।’

শফিক আল কামাল/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর