হালুয়াঘাট সীমান্তে ভারতীয় চোরাই গরু আটক
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১২:১৫
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে ভারতীয় চোরাই গরু পাচারকালে ১৫ লক্ষাধিক টাকা মূল্যমানের ১৯টি ভারতীয় চোরাই গরু আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার।
বিজিবি জানায়, সোমবার রাতে উপজেলার বাঘাইতলা ও বানাই চিরিঙ্গিপাড়া এলাকা থেকে ১৭টি গরু এবং নালিতাবাড়ীর চায়নামোড় এলাকা থেকে ২টি গরু আটক করা হয়। এ সময় চোরাকারবারিরা পালিয়ে যায়।
ওমর ফারুক আকাশ/এমএইচএস