ছবি : বাংলাদেশের খবর
সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে কোটি টাকারও বেশি ভারতীয় গরু ও পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তাদের ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির জওয়ানরা সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ও মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে এসব জব্দ করে।
বিজিবি জানায়, সিলেট এবং সুনামগঞ্জ জেলার বাংলাবাজার, বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট, তামাবিল, কালাইরাগ, কালাসাদেক, উৎমা এবং সংগ্রাম বিওপির সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় গরু, চিনি, ক্রিম, সুপারি ও মাদকদ্রব্য জব্দ করে।
একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ শিং মাছ জব্দ করে বিজিবি। জব্দকৃত মালামালের বাজারমূল্য ১ কোটি ৬ লfJ ৬৯ হাজার টাকা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন, ‘সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।’
মো. রেজাউল হক ডালিম/এমআই