Logo
Logo

সারাদেশ

ভূমি অফিসের ওয়েবসাইটে শোক দিবসের ছবি, সমালোচনার ঝড়

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৫:০৩

ভূমি অফিসের ওয়েবসাইটে শোক দিবসের ছবি, সমালোচনার ঝড়

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা ভূমি অফিসের ওয়েবসাইটে ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের ছবি থাকা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলা ভূমি অফিসের ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায়, প্রধান ফটকের ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের ছবিসহ ১৫ আগস্টের দুটি ব্যানার দৃশ্যমান। এগুলো দেখে মনে হয়, ছবিগুলি কয়েক বছর আগে তোলা হয়েছিল। তবে ছবির ক্যাপশনে ‘টঙ্গীবাড়ী উপজেলা ভূমি অফিস ০২’ লেখা রয়েছে।

বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ৫ আগস্টের পর দেশের সব সরকারি ওয়েবসাইট থেকে আওয়ামী লীগ সরকারের আমলের ছবি সরানো হলেও কেন এই ছবি এখনো টঙ্গীবাড়ী ভূমি অফিসের ওয়েবসাইটে রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের ছবি ওই সময়কার সরকারের উদ্যোগ হিসেবে মানা হয়েছিল। ৫ আগস্টের পর নতুন সরকারের অধীনে সেই ছবিগুলি মুছে ফেলা হয়। কিন্তু ওই ভূমি অফিসে ছবিটি এখনো দৃশ্যমান রয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছবিটি পূর্ববর্তী সরকারের সময়ে আপলোড করা হয়েছিল। যা এখনো ওয়েবসাইটে রয়ে গেছে। তবে বর্তমান পরিস্থিতিতে এটি রাজনৈতিকভাবে কিছু বিতর্কের সৃষ্টি করেছে।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গীবাড়ী উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা বলেন, ‘ছবিটি পূর্ববর্তী সরকারের আমলে আপলোড করা হয়েছিল। এটি এখনো ওয়েবসাইটে রয়ে গেছে। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘এটি দ্রুত সমাধান করা হবে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব যাতে এই ধরনের ছবি ওয়েবসাইট থেকে সরানো হয়।’

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। যাতে সরকারি ওয়েবসাইটগুলো সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর