Logo
Logo

সারাদেশ

রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে অবস্থান ধর্মঘট

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৬:২৪

রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে অবস্থান ধর্মঘট

ছবি : বাংলাদেশের খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রশাসন ভবনের পাশে এ কর্মসূচি পালন করা হয়।

অবস্থান ধর্মঘটে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য চালু থাকা পোষ্য কোটাসহ সকল প্রাতিষ্ঠানিক সুবিধা অব্যাহত রাখার দাবি জানান। হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, দাবি পূরণ না হলে পূর্ণ দিবস কর্মবিরতি এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় শাটডাউনের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

এর আগে গত ২ জানুয়ারি রাতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণির ভর্তিতে ৫% পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন।

উল্লেখ্য, শিক্ষার্থীরা গত এক মাস ধরে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিল। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। তবে সিদ্ধান্ত বাতিলের দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা নতুন করে আন্দোলন শুরু করেছেন। যা ক্রমেই তীব্র আকার ধারণ করছে।

জয় খ্রীষ্টফার বিশ্বাস/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর