Logo
Logo

সারাদেশ

ঘরে ফেরা হলো না, বাসের ধাক্কায় প্রাণ গেল মালার

Icon

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ২৩:৪৬

ঘরে ফেরা হলো না, বাসের ধাক্কায় প্রাণ গেল মালার

পঞ্চগড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় হোসনে আরা বেগম মালা (৪২) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত হোসনে আরা মালা জেলা শহরের ধাক্কামারা এলাকার সামসুজ্জোহা তরুণের স্ত্রী। তিনি বেসরকারি প্রতিষ্ঠান আশা এনজিওতে চাকরি করতেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা নুসাইবা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে জেলা শহরের মিঠাপুকুর এলাকা বেশ কয়েকটি ইজিবাইককে ধাক্কা দেয়। পরে জেলা শহরের প্রাথমিক শিক্ষা অফিসের সামনে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় বাসটি। এ সময় মোটরসাইকেলে থাকা হোসনে আরা মালা ছিটকে মহাসড়কে পড়ে যান। এতে বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, সন্ধ্যায় একটি বাসের ধাক্কায় হোসনে আরা বেগম নামের এক নারী নিহত হয়েছেন। ঘটনাটি নিয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

এসকে দোয়েল/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর