Logo
Logo

সারাদেশ

রাজশাহীতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে লিফলেট বিতরণ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, রাজশাহী

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৪:৫৮

রাজশাহীতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে লিফলেট বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

রাজশাহীতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৮ জানুয়ারি) দুপুর ২টায় রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।

লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, জাতীয় নাগরিক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, সহ মুখপাত্র মো. তাহাসিন রিয়াজ।

আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. মোবাশ্বের, সমন্বয়ক মো. মোস্তাফিজুর রহমান, সমন্বয়ক মো. নাহিদুল ইসলাম সাজু, সংগঠক মো. আব্দুর রহিম।

কর্মসূচির অংশগ্রহণকারীরা জানান, এ কার্যক্রমের মাধ্যমে জুলাই বিপ্লবের গুরুত্বপূর্ণ বার্তাগুলো রাজশাহীর সাধারণ মানুষের মাঝে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি দেশের সামগ্রিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর