Logo
Logo

সারাদেশ

‘সুজন কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করে না’

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৩:২৩

‘সুজন কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করে না’

সুজন কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করে না বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁদপুর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোশারফ হোসেন।

গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা যারা সুজনের সদস্য এবং দীর্ঘদিন কাজ করে আসছি তারা কেউ কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করি না। রাজনীতির বাইরে এসে সামাজিক কাজগুলো করতে হচ্ছে। কিন্তু যেকোনো সরকার আসলে এবং পরিবর্তন হলে আমাদেরকে সরকারের দালাল হিসেবে তকমা নিতে হয়। এটি খুবই দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘দেশের যে সরকার ক্ষমতায় আসে, ওই সরকারের সাথে নানাভাবে জড়িত হয়ে কাজ করতে হয়। কিন্তু বিষয়টিকে কেউ কেউ ভিন্ন দিকে নিতে চায়।’

তিনি বলেন, ‘সুজন নির্বাচনের নানা দিক নিয়ে কাজ করে আসছে। একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের পরিবেশ সুন্দর হবে। তখন আর দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন সংগঠনকে কাজ করতে হবে না। আমরা এমনটি প্রত্যাশা করছি।’

সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক রহিম বাদশার সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) চাঁদপুর জেলার সাবেক সভাপতি কাজী শাহাদাত, চাঁদপুর স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক নজির মিয়াজী অপু।

শুভেচ্ছা বক্তব্য দেন, সুজন চাঁদপুর জেলা কমিটির সহসভাপতি গিয়াস উদ্দিন মিলন, সিনিয়র যুগ্ম সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবু রহমান সুমন প্রমুখ।

এমজে/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর