শপিংমলের স্ক্রিনে ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১০:৪৪
এবার শপিংমলের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল নিষিদ্ধ ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান। বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে শেরপুর পৌর টাউন হলের পাশে রাজ ক্রোকারিজ এন্ড গিফট শপ’র ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে এ লেখা ভেসে ওঠে।
এ ঘটনায় দু’জনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আটকৃতরা হলেন, দোকান মালিক রাজু মিয়া ও কর্মচারী কাউসার আহমেদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে আটটার দিকে হঠাৎ শপিং কমপ্লেক্সটির ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’ এবং 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান ভাসতে দেখা যায়। পরে জাতীয়তাবাদী ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ সেখানে জড়ো হন। এসময় ছাত্রলীগের নাম প্রদর্শিত হওয়ায় স্থানীয়রা ব্যাপক উত্তেজিত হয়ে লেখাটি বন্ধ করেন এবং দোকান মালিক রাজু মিয়া ও কর্মচারী কাউসার আহমেদকে আটক করে পুলিশে দেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা কমিটির সংগঠক আরাফাত রহমান বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের স্লোগান ডিজিটাল স্ক্রিনে চালানোর ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এটা অবশ্যই একটি পরিকল্পিত ঘটনা। ফ্যাসিবাদী যে চক্রটি ছাত্রদের ওপর নির্মমভাবে গুলি করেছে, তারাই এ কাজটি করেছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ‘এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’
শাহরিয়ার শাকির/এটিআর