Logo
Logo

সারাদেশ

সিলেটে দোকান থেকে ২৫০ ভরি স্বর্ণ চুরি

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৭:৩৭

সিলেটে দোকান থেকে ২৫০ ভরি স্বর্ণ চুরি

ছবি : বাংলাদেশের খবর

সিলেট মহানগরের আল হামরা শপিং সিটির একটি জুয়েলারি দোকান থেকে আড়াইশো ভরি স্বর্ণ চুরির অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৯ জানুয়ারি) দিবাগত রাত অথবা বৃহস্পতিবার সকালের কোনো এক সময় এক বা একাধিক চোর আল হামরার চতুর্থ তলার নুরানি জুয়েলারি নামক দোকানের (নং-৪৩১, ৪৩৩ ও ৪৩৫) শাটারের তালা ভেঙে এসব স্বর্ণ চুরি করে নিয়ে যায়। যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে দিয়ে যায় চোর।  

সকালে দোকানের মালিক-কর্মচারীরা এসে বিষয়টি দেখতে পেয়ে নতুন তালা ভেঙে ঢুকে স্বর্ণ চুরির বিষয়টি অবগত হন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নুরানি জুয়েলারির স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী বাংলাদেশের খবরকে বলেন, প্রায় আড়াইশো ভরি স্বর্ণ ছিল দোকানে। সব নিয়ে গেছে চোরেরা। যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে গেছে শাটারে।

তিনি বলেন, দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভ ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। যার ফলে চোর বা চোরেদের এখনো পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ শপিংমলের অন্যান্য সিসিটিভ ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলাদেশের খবরকে বলেন, প্রায় আড়াইশো ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে দোকানির মালিক মৌখিকভাবে অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

রেজাউল হক ডালিম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর