Logo
Logo

সারাদেশ

পঞ্চগড়ে তারুণ্যের উৎসব শুরু

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৮:৫৫

পঞ্চগড়ে তারুণ্যের উৎসব শুরু

ছবি : বাংলাদেশের খবর

মাসব্যাপী চলছে পঞ্চগড়ে তারুণ্যর উৎসব। এ উৎসবের বিভিন্ন আয়োজনের ‘আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল আমার শহর পরিচ্ছন্ন শহর’ কার্যক্রম। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে জেলা শহরের ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তরুণদের সামাজিক সংগঠন উত্তরণের সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী । এই কর্মসূচিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজের স্কুল পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করা হবে।

বিদ্যালয়ের শিক্ষক শামীম আরার সঞ্চালনায়  উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন, এলজিইডির নির্বাহী পরিচালক মাহমুদ জামান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল মালেক, সহকারী প্রাথমিক অফিসার সাইফুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, মোকাদ্দেসুর রহমান সান, উত্তরণের উপদেষ্টা মেহেদী হাসান খান বাবলা ও উত্তরণের সদস্য ইফ্ফাত আনজুম প্রমুখ। 

আলোচনা শেষে শিক্ষার্থীরা নৃত্য, সঙ্গীত ও কবিতা আবৃত্তি পরিবেশন করে।  পরে জেলা প্রশাসকসহ শিক্ষার্থীরা মাঠ পরিচ্ছন্ন করতে অংশ নেন। জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসবে ১৯টি ইভেন্ট আয়োজিত হবে।  

এসকে দোয়েল/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর