পরিবেশ দূষণের দায়ে তিন স্টিল কারখানায় জরিমানা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২০:৫৬
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বায়ুদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলায় ৩টি স্টিল কারখানায় পরিবেশ দূষণের অপরাধে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোনারগাঁয়ে নানাখী বড়ইবাড়ী এলাকার মুনতাহা স্টিল মিলস লিমিটেড, সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলস (মদনপুর ইউনিট) ও কাঁচপুরে রহিম স্টিল মিলস লিমিটেড ৩টি স্টিল মিলস কে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরমধ্যে মুনতাহা স্টিল মিলস লিমিটেড মিলসকে ২ লাখ টাকা, সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলস (মদনপুর ইউনিট) ১ লাখ টাকা এবং রহিম স্টিল মিলস লিমিটেড প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব রেজাওয়ান-উল-ইসলাম এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমম্বয়ে গঠিত একটি টিম বায়ু দূষণ বন্ধে অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ.এইচ.এম রাসেদ বলেন, ‘নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা-প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
মো. সজীব হোসেন/এমআই