ব্যাংকের পরিচালক সেজে স্বর্ণ ব্যবসায়ীর সাথে প্রতারণা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২০:৫৬
চাঁদপুর শহরের মহিলা কলেজ রোডে অবস্থিত গোল্ডেন টাওয়ার শপিংমলে জুয়েলারি দোকান ‘স্বর্ণ মহরা’ থেকে ৪টি স্বর্ণের চেইন প্রতারণার মাধ্যমে নেওয়ার যাওয়ার অভিযোগে আরাফাত রহমান সাহেদকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিজেকে ন্যাশনাল ব্যাংকের পরিচালক পরিচয় দিয়ে এই প্রতারণা করেন।
৩ জানুয়ারি ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলার পর তদন্ত শুরু হয় এবং পুলিশ প্রযুক্তি ব্যবহার করে ৮ জানুয়ারি রাজধানী উত্তরা থেকে সাহেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, গ্রেপ্তার আসামি সাহেদ নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার বজরা গ্রামের মজিবুর রহমানের ছেলে এবং বর্তমানে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বসবাস করছেন।
মামলা সূত্রে জানা যায়, ২ জানুয়ারি ব্যাংকের ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম সাহেদের সঙ্গে যোগাযোগ করেন। যিনি নিজেকে ব্যাংকের পরিচালক হিসেবে পরিচয় দেন এবং ব্যাংকের বিভিন্ন তথ্য জানতে চান। তার মোবাইল নম্বর ও ছবির সাথে ব্যাংকের পরিচালকের মিল পাওয়ায় সাইফুল ইসলাম সঠিক তথ্য প্রদান করেন। পরে সাহেদ সাইফুল ইসলামকে চাঁদপুরে একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেন। তার স্ত্রীর জন্য স্বর্ণ কেনার পরামর্শ দেন।
সাহেদ ওই দোকানে গিয়ে ৩ ভরি ৯.৫ আনা ওজনের ৫টি স্বর্ণের চেইন কেনেন। কিন্তু টাকা পরিশোধ করতে না পারায় তাকে ক্রেডিট কার্ড দেন। এরপর দোকানের কর্মচারীকে মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়ে যান। সেখান থেকে কৌশলে পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়ার পর সাহেদকে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ৬টি অ্যান্ড্রয়েড ফোন, ৯ লাখ ৮১ হাজার টাকা, বিজিটিং কার্ড, ব্যাংক স্টেটমেন্ট, স্বর্ণের খালি বক্স উদ্ধার করা হয়। তবে প্রতারক সাহেদ তার প্রতারণা করা স্বর্ণের চেইনগুলো বিক্রি করে দিয়েছেন।
ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না তা অনুসন্ধান করছে পুলিশ। আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে আবেদন জানানো হবে বলেও জানানো হয়।
আলআমিন ভূঁইয়া/এমজে