সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৬:৫৯
ছবি : বাংলাদেশের খবর
তাবলীগ জামাতের সাদপন্থীদের গ্রেপ্তার, বিচার ও নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শুরা–ই–নেজাম বা বাংলাদেশের মাওলানা জোবায়ের অনুসারীরা।
শুক্রবার (১০ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ শেষে তারা একই স্থানে সমাবেশে মিলিত হন।
সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী মার্কাজ মসজিদের প্রধান সুরার সদস্য মাওলানা আব্দুল মালেক, সূরা সদস্য মাওলানা আব্দুল্লাহ তালহা, মাওলানা ইমরান আলীসহ আলেম-ওলামারা।
সমাবেশে বক্তারা বলেন, ‘গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে হামলায় সাদপন্থীরা জড়িত। হামলা ও হত্যাকাণ্ড ঘটানো ব্যক্তিদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। মামলায় গ্রেপ্তারের পর যারা জামিন পেয়েছেন, তাদের জামিন বাতিল করতে হবে। বাংলাদেশে সাদের আগমন ও তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। কাকরাইলসহ প্রতিটি জেলার মার্কাজ মসজিদ পরিচালনায় সাদপন্থীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।’
জোবায়ের অনুসারীরা এসব দাবি মানা না হলে আরে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন জোবায়ের অনুসারীরা।
খ্রীস্টফার জয়/এমআই