Logo

সারাদেশ

শেরপুরে ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৭:১৫

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে শাড়ি লেহেঙ্গা সানগ্লাস সহ প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার মায়াঘাঁষি তালতলী সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা আগেই পালিয়ে যায়।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির সীমান্ত পিলার ১১১৮/৬-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মায়াঘাঁষি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ২০ হাজার ৮৪৪পিস সানগ্লাস, ৪১পিস শাড়ি, ১৫পিস লেহেঙ্গা এবং ১পিস গাউন আটক করে।

তবে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ২ কোটি ৩১ লাখ ৭৯ হাজার টাকা।

শাহরিয়ার শাকির/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর