বাগেরহাটে সাদপন্থিদের জামিন বাতিলের দাবিতে বিক্ষোভ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ২১:১৫
তাবলিগ জামাতের সাদপন্থি ইঞ্জিনিয়ার ওয়াসিফসহ সকল আসামির জামিন বাতিল করে গ্রেপ্তারের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে উলামা-মাশায়েখরা।
শুক্রবার (১০ জানুয়ারি) আসর নামাজ শেষে শহরের রেলরোড মসজিদের সামনে থেকে ওলামা মাশায়েখ ও তৌহিদি জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শালতলা মোড়ে সমাবেশে মিলিত হন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন মুফতি আব্দুল্লাহ, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা আবরারুল হক, মুফতি রমিজউদ্দিন, মাওলানা আমিরুল হক প্রমুখ।
বক্তারা বলেন, টঙ্গী ইজতেমায় সাদপন্থিরা অতর্কিত হামলা করে চারজনকে হত্যা করে ও অসংখ্য সাথীদের আহত করে। এ ঘটনায় বিভিন্ন থানায় মামলা দায়ের করা হলেও বর্তমান সরকারের কিছু কুচক্রী মহলের মদদে হামলাকারী খুনি সাদপন্থিদের গ্রেপ্তারের পরিবর্তে জামিন দেওয়া হচ্ছে। যা এ দেশের মুসলমানদের রক্তের সাথে চরম গাদ্দারী।
বক্তারা আরও বলেন, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আলমী শুরার পরিচালনায় আগামী ৩১ জানুয়ারি ও ১ ও ২ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এর বাইরে আমরা ভিন্ন কোনো ইজতেমা দেখতে চাই না। এসব দাবি মানা না হলে ২৫ জানুয়ারি দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেম নিয়ে উলামা সম্মেলন করার ঘোষণা দেওয়া হবে।
শেখ আবু তালেব/এমবি