Logo

সারাদেশ

ফরিদপুরে যুবককে কুপিয়ে-চোখ উপড়ে হত্যা

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১২:২৭

ফরিদপুরে যুবককে কুপিয়ে-চোখ উপড়ে হত্যা

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের কানাইপুরে এক যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা করেছে দুর্বত্তরা। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৯টায় ঢাকায় নেয়ার পথে পদ্মা সেতু এলাকায় তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তি, উপজেলার কানাইপুর বাউখোলা এলাকার বিল্লাল খানের ছেলে ওবায়দুর রহমান খান (৩২)। তিনি ট্রাক্টরচালক ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কানাইপুর বিসিক শিল্পনগরীর কাছে তেলের পাম্পে মোটরসাইকেলের তেল কিনতে যান ওবায়দুর। এ সময় খায়রুজ্জামান খাজার নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল তাকে তুলে নিয়ে ফরিদপুর জুট ফাইবার্সের পেছনে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন চালায়। তার দুচোখে লোহার পেরেক দিয়ে খুঁচিয়ে আঘাত করাসহ বাম পা ভেঙে ফেলে। এ সময় খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যায়।

ট্রমা সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহিরা হোসেন বলেন, ‘ওবায়দুরের দুই চোখ ও মাথায় আঘাতের ফলে মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এছাড়া তার বাম পা ভেঙে ফেলা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ‘যতটুকু জেনেছি ওবায়দুর পুলিশের ইনফর্মার হয়ে কাজ করার কারণে তার উপর এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেব।’

অপূর্ব অসীম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর