Logo

সারাদেশ

৬০ ফুট বাঁশের মাথায় দুলছিলেন নার্গিস

Icon

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৮:৩২

৬০ ফুট বাঁশের মাথায় দুলছিলেন নার্গিস

ছবি : বাংলাদেশের খবর

ময়মনসিংহের হালুয়াঘাটে এক নারীর রহস্যজনকভাবে ৬০ ফুট উচ্চতায় বাঁশ ঝাড়ের মধ্যে আটকে থাকার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার বিলডোরা গ্রামের এক বাঁশ ঝাড়ে নার্গিস আক্তার (২৫) নামে এক নারীকে অদ্ভুতভাবে দুলতে দেখা যায়। তার স্বজনরা প্রথমে তাকে খুঁজে পায়নি, তবে পরে বাঁশের মাথায় দেখতে পান।

এ খবর পেয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের টিম শনিবার (১১ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থলে পৌঁছে। দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা নার্গিস আক্তারকে উদ্ধার করেন। 

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার ফাইটার হারুন অর রশিদ বলেন, ‘বাঁশের মধ্যে দুই পা রেখে অদ্ভুতভাবে দুলছিলেন নার্গিস। তাদের উপস্থিতি টের পেয়ে তিনি উচ্চস্বরে কথা বলা শুরু করেন এবং পরে ঘুমিয়ে পড়েন। দীর্ঘ সময় পর তাকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের সদস্য হারুন ঝুঁকি নিয়ে বাঁশে উঠে তাকে নিচে নামান, তবে এ সময় নিজেও আহত হন।’

স্থানীয়রা জানিয়েছেন, সকালে ঘুম থেকে উঠে নার্গিস আক্তারকে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে তার সন্ধান মিললেও কীভাবে সে এত উঁচুতে উঠল, তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। তার স্বজনরা মানসিক অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য না করলেও, স্থানীয় চেয়ারম্যান সাবজাল হোসেন খান জানিয়েছেন, এমনটি ঘটানো সম্ভব নয় এবং এর কারণ এখনও স্পষ্ট নয়।

এ ঘটনায় এলাকাজুড়ে বিভিন্ন আলোচনা ও সমালোচনা চলছে, তবে ফায়ার সার্ভিসও সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। কী কারণে নার্গিস আক্তার এই অবস্থায় ছিলেন, তা নিয়ে রহস্য এখনও কাটেনি।

ওমর ফারুক আকাশ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর