Logo

সারাদেশ

মমেক হাসপাতালে অনিয়মের প্রতিবাদ

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৮:৫৪

মমেক হাসপাতালে অনিয়মের প্রতিবাদ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্বাস্থ্যসেবায় অব্যবস্থাপনা, অনিয়ম, বৈষম্য ও রোগীদের প্রতি চরম অবহেলার অভিযোগ এনে মানববন্ধন করেছে ময়মনসিংহ ফোরাম। 

শনিবার (১১ জানুয়ারি) বেলা ১২টায় নগরীর চরপাড়া এলাকায় মমেক হাসপাতালের মূল ফটকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করে বলেন, চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ, ওয়ার্ডের পরিচ্ছন্ন পরিবেশসহ হাসপাতালে সার্বিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। ধীরগতিতে চলছে প্যাথলজি সেবা, একটি রক্তপরীক্ষার রেজাল্ট পেতে ৩ দিন অপেক্ষা করতে হয়। জনবল কাঠামো অনুযায়ী নিয়োগ নেই। পরিচালকের চেইন অব কমান্ড মানছেন না কেউই।

এমতাবস্থায় হাসপাতালের সার্বিক মান উন্নয়নের জোর দাবি জানান তারা। দাবি মানা না হলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনকারীরা।

মানববন্ধনে সংগঠনটির সিনিয়র কো-অর্ডিনেটর সরকার আজিজ, কো-অর্ডিনেটর সাঈদ ইসলাম, এহসান হাবিব, অ্যাডভোকেট আহসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহের অন্যতম সন্বয়ক তানজিল হাসান মুনিমসহ অন্যরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে হাসপাতাল পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

নাজমুস সাকিব/এমএইচএস

ময়মনসিংহ

০১৮৩২৪৪৭৭১১

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর