Logo

সারাদেশ

মুক্তিপণের জন্য শ্রমিককে তুলে নিয়ে নির্যাতন, বোনকে গণধর্ষণ

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ২০:৪৭

মুক্তিপণের জন্য শ্রমিককে তুলে নিয়ে নির্যাতন, বোনকে গণধর্ষণ

গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে এক গার্মেন্টস শ্রমিককে তুলে নিয়ে ব্যাপক নির্যাতন এবং তার ধর্মবোনকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। মুক্তিপণ আদায়ের জন্য শ্রমিক নাজমুলকে শ্রীপুর পৌরসভার ফখরুদ্দিন মোড় এলাকায় নির্যাতন করা হয়। পরে তার ধর্মবোনকে ফোনে ডেকে নিয়ে টানা ৪২ ঘণ্টা আটকে রেখে ধর্ষণ করা হয়।

জানা গেছে, গত বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নাজমুলকে কিশোর গ্যাং তুলে নিয়ে যায়। নাজমুল মধুপুর থানার কোনাবাগি গ্রামের আবদুল জলিলের ছেলে এবং শ্রীপুর উপজেলার মাধখলা গ্রামে ইশরাক স্পিনিং মিলসে কাজ করতেন। তাকে নির্যাতন করে তার কাছ থেকে ১৮ হাজার ৫০০ টাকা ছিনতাই করা হয়। এরপর তার সহকর্মী ও বোন সম্পর্কিত এক নারীকে ফোন করে মুক্তিপণের জন্য ৫০ হাজার টাকা দাবি করা হয়।

নাজমুলের ধর্মবোন ঘটনাস্থলে ২৯ হাজার ৫০০ টাকা নিয়ে আসলে তাকে আটকিয়ে নির্যাতন করা হয়। পরে তিনি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। অভিযুক্তরা তাকে মারধর করে টাকা ছিনতাইয়ের পর তাকে ১০ হাজার টাকার জন্য আরও নির্যাতন করে। এরপর শনিবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়। পরে তাকে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।

ভুক্তভোগী নাজমুল জানিয়েছেন, বুধবার বিকেলে তিনি বেতনের টাকা তুলে বাসায় যাচ্ছিলেন। এ সময় তার সহকর্মী ইয়াছিন তাকে ফোন করে ফখরুদ্দিন মোড়ে যেতে বলেন। সেখানে গেলে তাকে তুলে নেওয়া হয়। পরে একটি বাড়িতে নিয়ে নির্যাতন করা হয়। অভিযুক্তরা দুই লাখ টাকা দাবি করলেও নাজমুল তাদের কাছে ১৮ হাজার ৫০০ টাকা এবং পরে আরও ৪ হাজার টাকা দেওয়ার পর তাদের তৎপরতা বন্ধ হয়নি। পরে তার ধর্মবোনকে ফোন করে ৫০ হাজার টাকা দাবি করা হয়। যার মধ্যে ২৯ হাজার ৫০০ টাকা নিয়ে তাকে মুক্তি দেয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিজন মালাকার বলেন, ‘নির্যাতনের শিকার ওই নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার্ড করা হয়েছে। এখানে ধর্ষণের সিম্পটম পরীক্ষা করার উপকরণ নেই।’

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর