‘আগেও উদ্যোগ নিয়েছিলাম, তৎকালীন সরকার গুরুত্ব দেয়নি’
জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৩:১১
ছবি : সংগৃহীত
বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ আগেও নিয়েছিলাম, তৎকালীন সরকার গুরুত্ব দেয়নি। বিমানবন্দরটি শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে বগুড়া বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
বিমান বাহিনী প্রধান বলেন, ‘আমাদের দেশ আয়তনে ছোট, রিসোর্সও কম। আমাদের এভাবেই এগোতে হবে। দেশের অনেক বিমানবন্দর নিয়ন্ত্রণের বাইরে ও অব্যবহারযোগ্য হয়ে গেছে। কিন্তু বগুড়া বিমানবন্দর এখনো সচল আছে। সুন্দর রানওয়ে আছে। দৈর্ঘ্য ছোট হলেও আয়তনে অনেক বড়।’
তিনি বলেন, ‘অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় বিমানে যোগাযোগের ব্যবস্থা রাখা দরকার। এই রানওয়ের লোড নেওয়ার ধারণক্ষমতা খুবই কম। দৈর্ঘ্য কমে গেছে সাথে শক্তিও কমে গেছে। বর্তমানের এয়ার লাইন্সে যে-সকল বিমান আছে, সেসব বিমানের জন্য এই বন্দরটি সক্ষম নয়। রানওয়ে বাড়াতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিমানবন্দরটি চালুর জন্য এর আগেও অনেকবার চেষ্টা করেছি। কিন্তু তৎকালীন সরকার আমাদের পারমিশন দিত না। খুব জরুরি ভিত্তিতে আমরা রানওয়ের জন্য প্রস্তুত করব।’
ডিআর/এমআই