Logo

সারাদেশ

ধানক্ষেতে অটোরিকশা, রাস্তার পাশে চালকের মরদেহ

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৪:০০

ধানক্ষেতে অটোরিকশা, রাস্তার পাশে চালকের মরদেহ

কিশোরগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় রাস্তার পাশ থেকে ব্যাটারিচালিত অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাশের ধানক্ষেতে পড়ে ছিল তার রিকশাটি। নিহত ব্যক্তির নাম মীর হোসেন (৬২)। তিনি সদর উপজেলার তারাপাশা এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মীর হোসেন প্রতিদিনের মতো শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় তার রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এলাকাবাসী রাস্তার পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করলে স্বজনেরা এসে শনাক্ত করেন। নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। তাকে কেউ হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, নিহতের মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

ওসি আবদুল্লাহ আল মামুন আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আব্দুর রউফ ভুইয়া/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর