জামালপুরে জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তির দাবি
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৫:০৪
ছবি : বাংলাদেশের খবর
জামালপুরে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকুরীচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও লিফলেট বিতরণ করেছে ভুক্তভোগী বিডিআর সদস্যরা। এ সময় তিন দফা দাবি ঘোষণা করেন বিডিআর সদস্যরা।
রোববার (১২ জানুয়ারি) সকাল ১১টায় শহরের দয়াময়ী মোড়ে বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিডিআরের সাবেক সিপাহি মো. আমজাদ হোসেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সিপাহি খোরশেদ আলম, সাবেক হাবিলদার আখতারুজ্জামান, নায়েক আনোয়ার হোসেন, নায়েক আশরাফুজ্জামান, সাবেক সিপাহি মো. মোতালেব হোসেন, এরশাদ হোসেন, জেলবন্দি সাবেক সিপাহি জিয়াউল হকের মেয়ে জেনিফা ইয়াসমিন জেমী প্রমুখ।
মানববন্ধনে দেওয়া বিডিআর সদস্যদের তিন দফা দাবি হল- পিলখানা হত্যাকাণ্ডে নিহত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের হত্যাকাণ্ডের পেছনে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা। দ্বিতীয়ত, সাজার মেয়াদ শেষ ও খালাস প্রাপ্ত সকল বিডিআর সদস্যদের মুক্তি দেয়া। তৃতীয়ত, ১৮টি বিশেষ আদালত মাধ্যমে যেসব বিডিআর সদস্যকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের পুনর্বহাল করা এবং সরকারি সকল সুযোগ সুবিধা প্রদান করা। এ ছাড়া তদন্ত কমিশনকে স্বাধীনভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লিখিত ২ এর (ঙ) ধারা বাতিল করা।
বক্তারা জানান, পিলখানা হত্যাকাণ্ড একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের একটি ঘটনা। যেখানে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন দেশপ্রেমিককে প্রাণ হারাতে হয়েছে। তারা অভিযোগ করেন, তৎকালীন সরকার বিচারবহির্ভূতভাবে হাজার হাজার বিডিআর সদস্যকে জেলবন্দি করে রেখেছে এবং ১৮ হাজারেরও বেশি সদস্যকে চাকরিচ্যুত করেছে। ফলে তারা দীর্ঘ ১৫ বছর ধরে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়ে সামাজিক অবহেলা, অবজ্ঞা ও বঞ্চনার শিকার হচ্ছেন।
দ্রুত নিরপরাধ জেলবন্দি সদস্যদের মুক্তি ও চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহালের জন্য দাবি জানিয়েছেন বিডিআর সদস্যরা। তারা বলেন, তাদের পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছে, আর তারা রাষ্ট্রের কাছে তাদের প্রতি করা অবিচারের প্রতিকার চান।
সাদিকুর রহমান রোমান/এমবি