Logo

সারাদেশ

খাগড়াছড়িতে পুলিশের ১৬৩ জন নবীন সদস্যের শপথগ্রহণ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৫:৩২

খাগড়াছড়িতে পুলিশের ১৬৩ জন নবীন সদস্যের শপথগ্রহণ

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়িতে বাংলাদেশ পুলিশের ১৬৩জন নবীন সদস্য হিসেবে শপথগ্রহণ উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) সকাল ৯টায় খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে ১০ম টিআরসি ব্যাচ ২০২৪-এর শপথ গ্রহণের আয়োজন করা হয়। 

এসময় বাংলাদেশ পুলিশ এন্টি টেরোরিজম ইউনিট অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল খোন্দকার রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন। 

তিনি বলেন, ‘দেশ মাতৃকার যে কোনো সংকটে বাংলাদেশ পুলিশ আত্মত্যাগের মানসিকতা নিয়ে প্রস্তুত থাকতে হবে। পুলিশ নবীন সদস্যদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা  অক্ষুণ্ন রাখার পবিত্র দায়িত্ব পালনে সদাপ্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।’

১০ম টিআরসি ব্যাচ ২০২৪ এ ১৬৩ জন নবীন সদস্য ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন ইভেন্টে সেরা নৈপুণ্য প্রদর্শন করার জন্য প্রধান অতিথি সেরা ট্রেনিং রিক্রুট কনস্টেবলদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

ছোটন বিশ্বাস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর