নাটোরে বালু বোঝাই ট্রাক উল্টে পথচারী নিহত
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, নাটোর
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৫:৪৯
![নাটোরে বালু বোঝাই ট্রাক উল্টে পথচারী নিহত](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/12/Bangladesher-khabor-mustain-678390248d4a0.jpg)
নাটোর-বগুড়া মহাসড়কে বালু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বালুর নিচে চাপা পড়ে এক পথচারী নিহত হয়েছেন।
রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে নাটোর সদর উপজেলার পূর্ব হাগুড়িয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ওসমান আলী (৫৫)। তিনি ওই এলাকার আকবর আলীর ছেলে। তিনি পেশায় একজন ট্রাক চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওসমান আলী প্রতিদিনের মতো সকালে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে পূর্ব হাগুড়িয়া ব্রিজের কাছে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সিংড়া থেকে নাটোরমুখী একটি বালু বোঝাই ট্রাক দ্রুত গতির একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পড়ে। এতে ট্রাকের বালুর নিচে চাপা পড়ে ওসমান আলী ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে তারা বালু সড়িয়ে প্রায় তিন ঘণ্টা পর মরদেহটি উদ্ধার করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মেহেদী হাসান তানিম/এমবি