গোপালগঞ্জের বশেমুরবিপ্রবিতে দুদকের অভিযান
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ২০:৩২
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১২ জানুয়ারি) সকালে দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান ও সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেলসহ একটি টিম বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন।
অভিযানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মধ্যে অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে- ফার্নিচার ও লাইব্রেরির বই কেনায় অনিয়ম, ৩২ বছর বয়সী শারমিন চৌধুরীকে সেকশন অফিসার নিয়োগ দেওয়া, পরিকল্পনা ও উন্নয়নের উপপরিচালক তুহিন মাহমুদের মালামাল কেনাকাটায় অনিয়ম, সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরার টেন্ডার বাণিজ্য এবং বঙ্গবন্ধুর ম্যুরাল ও প্রধান ফটক নির্মাণে অনিয়মের মতো গুরুতর অভিযোগ। এসব অভিযোগের ব্যাপারে তদন্ত শুরু করেছে দুদক টিম।
গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান জানান, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অর্থ আত্মসাৎ ও অনিয়মের ফাইলগুলো প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং মামলা দায়েরের সুপারিশসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পলাশ সিকদার/এমবি