খাগড়াছড়িতে অভিযানে ২ শতাধিক ইজিবাইক আটক
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ২০:৪৫
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়ি পৌরসভায় অবৈধভাবে চলাচল করা ব্যাটারিচালিত অটো ইজিবাইক (টমটম) এর বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এতে প্রায় ২ শতাধিক অটো ইজিবাইক আটক করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) সকাল ১০ টা থেকে পৌর শাপলা চত্বরে এ অভিযান শুরু করে খাগড়াছড়ি পৌরসভা।
অটো ইজিবাইক চালকদের অভিযোগ, কোনো প্রকার গণ প্রচার বা পূর্ব সতর্কতা ছাড়াই তাদের গাড়ি আটক করা হয়েছে। তারা জানান, আমরা এ গাড়িগুলো চালিয়ে জীবনযাপন করি। কিন্তু হুটহাট গাড়ি আটক করায় আমাদের আয়ের উৎস বন্ধ হয়ে যাবে এবং খেতে না পেয়ে দিন কাটাতে হবে। আমরা সুষ্ঠু সমাধান চাই।
খাগড়াছড়ি পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা নূর হোসেন মিল্টন জানান, এটি দীর্ঘদিন ধরে চলা একটি সমস্যা। শহরে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত অটো ইজিবাইক চলাচল করছে। গত ২ দিন পূর্বে গণ প্রচারের মাধ্যমে চালকদের সতর্ক করা হয়েছিল। তবে তারা নিষেধাজ্ঞা অমান্য করেছে। তাই আজ থেকে অভিযান শুরু করা হয়েছে।
তিনি আরও জানান, যেসব গাড়ির লাইসেন্স আছে, তারা মুক্তি পাবে। তবে যাদের লাইসেন্স নেই, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। খাগড়াছড়ি শহরে প্রায় ৮ হাজার অটো ইজিবাইক চলাচল করছে। তবে এর মধ্যে মাত্র ১ হাজার ৫২২টি গাড়ির লাইসেন্স আছে।
ছোটন বিশ্বাস/এমবি