Logo

সারাদেশ

ট্রলার দিয়ে জাল ছেঁড়াকে কেন্দ্র করে সমুদ্রে জেলেদের সংঘর্ষ

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৫:২৫

ট্রলার দিয়ে জাল ছেঁড়াকে কেন্দ্র করে সমুদ্রে জেলেদের সংঘর্ষ

কুয়াকাটার সমুদ্রে জেলেদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, নাসির মাঝি (৩০), ইলিয়াস ফকির (৩৫), ও আব্দুল মালেক (৫০)। রোববার (১২ জানুয়ারি) রাত ১০টার দিকে কুয়াকাটা সংলগ্ন চরবিজয় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের বাড়ি ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি এলাকায়।

আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।

স্থানীয় আড়ৎদার সূত্রে জানা যায়, বৈধ খুটা জাল নিয়ে মাছ ধরার সময় নাসির মাঝির ট্রলারের জাল ছিঁড়ে দেয় অবৈধ বেহুন্দি জালের ট্রলার। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় ট্রলারের জেলেদের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ বাধে। অভিযোগ রয়েছে, আব্দুস ছোবাহান মাঝির নেতৃত্বে বেহুন্দি জালের জেলেরা খুটা জালের জেলেদের উপর হামলা চালায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় কুয়াকাটার স্থানীয় জেলে সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের শাস্তি এবং অবৈধ বেহুন্দি জালের কার্যক্রম বন্ধ করার দাবি জানিয়েছেন।

জাকারিয়া জাহিদ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর