Logo

সারাদেশ

ফেনীতে প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১১:৩৬

ফেনীতে প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ফেনী সদরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়’ এ শ্লোগানে মেলায় মোট ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নেন। মেলায় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা নিয়ে হাজির হয়েছেন।

 রবি ও সোমবার (১২-১৩ জানুয়ারি) ২ দিন ব্যাপী ফেনী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিজ্ঞান মেলার আয়োজন হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরুষ্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা। 

আরও বক্তব্য রাখেন জয়নাল হাজারী কলেজের শিক্ষক মোহাম্মদ ইলিয়াস, সরিষাদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানজিদা জেরিন, ছাত্র সমন্বয়ক বদরুদ্দোজা নোবেল ও সালমান হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে অ্যাকাডেমিক মাধ্যমিক সুপারভাইজার কামরুন নাহার, সমবায় অফিসার ইকবাল হোসেন ভূইয়া, পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার সায়েমা আলম, আইসিটি অফিসার রাসেদ আলম, পল্লী উন্নয়ন অফিসার সৈয়দ এয়াছিন আরাফাত, ছাত্র সমন্বয়ক আবদুল কাইয়ুম সোহাগ, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে বিজ্ঞান বিষয়ক কুইজ,বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীসহ তিনটি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এম. এমরান পাটোয়ারী/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর