পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দ বাতিলের প্রতিবাদ খাগড়াছড়িতে
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:৪৮
![পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দ বাতিলের প্রতিবাদ খাগড়াছড়িতে](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/14/Bangladesher-Khabor-Shoyeb--(4)-678608cf76fff.jpg)
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দ সম্বলিত গ্রাফিতি এনসিটিবি কর্তৃক বাতিলের প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি সদরের মধুপুর বাজারে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ১২ জানুয়ারি নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের প্রচ্ছদ থেকে ‘আদিবাসী’ শব্দ সম্বলিত গ্রাফিতি সরিয়ে ফেলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু উগ্র ও মৌলবাদী ছাত্র সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে ওই দিন রাতেই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) তাদের অনলাইন সংস্করণ থেকে এটি বাতিল করে।
বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। পাশাপাশি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং তাদের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয় রক্ষার্থে পাঠ্যপুস্তকে আদিবাসীদের অবদান ও ইতিহাস অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তারা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে এনসিটিবির প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাহাড়ি ছাত্র পরিষদ ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কলিন চাকমা, সহ-সাধারণ সম্পাদক বিজয় চাকমা, মহিলা কলেজ শাখার সভাপতি প্রীতি চাকমা এবং সাংগঠনিক সম্পাদক বাবু চাকমা।
ছোটন বিশ্বাস/এমএইচএস