Logo

সারাদেশ

বেক্সিমকোর বন্ধ কারখানা চালুর দাবিতে মানববন্ধন

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৫:০৬

বেক্সিমকোর বন্ধ কারখানা চালুর দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

বেক্সিমকো গ্রুপের ১৬টি বন্ধ কারখানার প্রায় ৪০ হাজার শ্রমিক মঙ্গলবার (১৪ জানুয়ারি) সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

এলসি চালু ও কারখানা খুলে দেওয়ার দাবিতে তারা সকাল ১০ টা থেকে মহাসড়কের ঢাকা-মুখী লেনে অবস্থান নেন। প্রায় দুই ঘণ্টা মানববন্ধন শেষে দুপুর ১ টায় তারা সড়ক থেকে সরে যাবেন বলে জানান।

এর আগে, শ্রমিকরা গাজীপুরের চক্রবর্তী এলাকায় সকাল ৮ টা থেকে জড়ো হতে শুরু করেন এবং পরে মহাসড়কের যানজট প্রবণ এলাকা বাদ দিয়ে পুরো নবীনগর-চন্দ্রা মহাসড়কে সারিবদ্ধভাবে অবস্থান নেন।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা ১৫ ডিসেম্বর বন্ধ ঘোষণা করা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত হয়, কারখানাগুলোর অর্ডার না থাকা ও ব্যাংকে ঋণখেলাপি কারণে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছিল না। এর পর থেকে শ্রমিকরা একাধিকবার সড়ক অবরোধ করলেও শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অব্যাহত রেখেছেন।

মানববন্ধনে আসা নারী শ্রমিক জামিলা বলেন, ‘আমাদের কোনো চাকরি নেই, আর রুম ভাড়া দিতেও পারছি না। বাড়িওয়ালারা টাকার জন্য চাপ দিচ্ছে, কিন্তু আমাদের কোথা থেকে টাকা আসবে?’

বেক্সিমকোর কোয়ালিটি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন বলেন, ‘কোম্পানি খুলে দিলে তাদের পরিবারগুলি আবার স্বাভাবিকভাবে চলতে পারবে এবং তাদের জীবনে শান্তি ফিরে আসবে।’

আরিফুল ইসলাম সাব্বির/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর