মৎস্যজীবীরা বৈষম্যের শিকার : মৎস্য উপদেষ্টা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৫:৫৭
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মৎস্যজীবীরা বৈষম্যের শিকার হচ্ছেন। তিনি বলেন, “২৪ নভেম্বর আমি বলেছিলাম, মৎস্যজীবীরা বৈষম্যের শিকার। জানুয়ারী ২৫ সালেও একই কথা বলছি। এটা অত্যন্ত দুঃখজনক।”
ফরিদা আখতার আরও বলেন, “মৎস্যজীবীদের জন্য সরকারের পক্ষ থেকে যথাযথ সুবিধা প্রদান করা হচ্ছে না। কৃষকদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, কিন্তু মৎস্যজীবীরা বিদ্যুৎ বিলের অতিরিক্ত খরচ বহন করতে বাধ্য হন এবং ঋণ সুবিধাও তাদের হাতে আসে না।” তিনি মৎস্যজীবীদের এই বৈষম্য দূর করার জন্য সোচ্চার থাকার আহ্বান জানান।
মুন্সীগঞ্জে মৎস্যজীবীদের সমস্যা নিয়ে মতবিনিময় সভার পর তিনি আরও বলেন, “আমাদের জলাশয়গুলোকে ইজারামুক্ত করতে হবে। অনেক জলাশয় বাণিজ্যিকভাবে ইজারা দেওয়া হচ্ছে, যা অত্যন্ত অন্যায়। আমরা চাচ্ছি, এই জলাশয়গুলো যেন মৎস্যজীবীদের কাছেই থাকে, তাদের প্রয়োজনে।”
এছাড়া, তিনি কারেন্ট জাল ব্যবহারের ক্ষতিকর প্রভাবও তুলে ধরেন এবং অবৈধ জাল ব্যবসা ও কারখানার বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলেন। তিনি জানান, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে মাছ ধরার জন্য নির্দিষ্ট সাইজের জাল এবং সুতার ব্যবহার নিয়ে নতুন নিয়মাবলী প্রণয়ন করা হবে।
মতবিনিময় সভার শেষে, তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।
মো. আবু সাঈদ/এমএইচএস