ছবি : বাংলাদেশের খবর
ফেনীর সোনাগাজীতে যৌথবাহিনীর অভিযানে ৬টি মাদক মামলার আসামি আবদুল মোমিন প্রকাশ বৈদ্য রানাকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোররাত পৌনে ৩টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় যৌথবাহিনী তার বসতঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের আলমারি থেকে ২৭টি আতশবাজি, ২০০ গ্রাম গাঁজা, তিনটি মোবাইল ফোন, একটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করেছে।
গ্রেপ্তার আবদুল মোমিন সোনাগাজী পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব তুলাতলী গ্রামের বৈদ্য বাড়ির মৃত নুর ইসলাম ভুলু মিয়ার ছেলে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাযেজিদ আকন জানিয়েছেন, আবদুল মোমিনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় ৬টি মাদক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে এক বছরের সাজা পরোয়ানা রয়েছে।
মঙ্গলবার আসামি আবদুল মোমিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমরান পাটোয়ারী/এমবি