লাশ উদ্ধারের ৭২ ঘণ্টার মধ্যে ৩ আসামি গ্রেপ্তার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৯:২৩
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দি গ্রামে এক চিকিৎসকের বাড়ি থেকে কেয়ারটেকারের লাশ উদ্ধারের ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে মূল হোতাসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার মো. আবদুল জলিল মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, কেয়ারটেকার আব্দুল ওহাব মাতুব্বর (৬৮) হত্যার ঘটনায় সোমবার (১৩ জানুয়ারি) সন্দেহভাজন হিসেবে আলামিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আলামিন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে এবং তার দেওয়া তথ্যমতে অন্যান্য এলাকা থেকে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, আসামিরা বাসায় চুরি করতে গেলে কেয়ারটেকার ওহাব মাতুব্বর চোরদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়। নিহত ওহাব মাতুব্বর দীর্ঘদিন প্রবাসী ছিলেন ও অবিবাহিত ছিলেন, তাই তার সাথে তেমন কারো যোগাযোগ ছিল না।
পুলিশ সুপার আরও জানান, আসামিদের দেওয়া তথ্যমতে, ওহাব মাতুব্বরকে ১ জানুয়ারি ভোরে হত্যা করা হয়।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি রাতে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দি গ্রাম থেকে প্রয়াত ডাক্তার জামাল উদ্দিন খলিফার বাড়ির কেয়ারটেকার ওহাব মাতুব্বরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। ওই বাড়ির মালিক ডাক্তার জামাল উদ্দিন তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। বাড়ির দেখভালের জন্য ওহাব মাতুব্বরকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
অপূর্ব অসীম/এমজে