আধা ঘণ্টা মাটিচাপা থাকার পর জীবিত ফিরলেন রুবেল
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৯:৩১
দুই এক মিনিট নয়, টানা আধা ঘণ্টা মাটির নিচে চাপা পড়ে থাকার পর জীবিত ফিরলেন নির্মাণ শ্রমিক রুবেল। এ ঘটনা ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকার শ্রীরামপুর গ্রামে। এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে রুবেল শেখ, শ্রীরামপুর গ্রামের মাফুজার শেখের ছেলে, স্থানীয় মোশাররফ হোসেনের চারতলা ভবনের বেইজমেন্টের নিচে ১১ ফুট গভীর একটি হাউজ খোঁড়ার কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে উপরের মাটি ভেঙে রুবেল চাপা পড়ে যান। তার সহকর্মীরা চিৎকার করে লোকজনকে জানান। পরে উদ্ধারের চেষ্টা শুরু হয়।
এ সময় কোদাল দিয়ে মাটি খোঁড়ার সময় রুবেলের হাতের আঙুল দেখতে পান উদ্ধারকারীরা। পরে ৩০ মিনিটের দীর্ঘ চেষ্টার পর তাকে জীবিত উদ্ধার করা হয়। তবে উদ্ধার করার সময় রুবেল অজ্ঞান ছিলেন। তার হাতের আঙুলে কোদালের কোপ লেগেছিল।
ভবন মালিক মোশাররফ হোসেন জানান, তিনি রুবেলের বাবা মাফুজার শেখ ও তার ছেলেকে বিল্ডিংয়ের হাউজ খোঁড়ার কাজ দিয়েছিলেন। দুর্ঘটনার পর তিনি দ্রুত ফায়ার সার্ভিসে ফোন করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে রুবেলকে আলফাডাঙ্গা হাসপাতাল নিয়ে যান।
আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবিদ জানান, ফায়ার সার্ভিসের লোকজন রুবেলকে হাসপাতালে নিয়ে আসেন। তিনি বর্তমানে সুস্থ আছেন। চিকিৎসা চলছে।
অপূর্ব অসীম/এমজে