Logo

সারাদেশ

স্বেচ্ছাসেবক লীগ নেতা টিপু হত্যাকাণ্ডে নারীসহ আটক ৩

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৯:৩৪

স্বেচ্ছাসেবক লীগ নেতা টিপু হত্যাকাণ্ডে নারীসহ আটক ৩

কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপু হত্যাকাণ্ডের ঘটনায় নারীসহ  তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গ্রেপ্তারকৃত তিনজনই সরাসরি এ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ। এ হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, আটক তিনজনের মধ্যে একজন নারী রয়েছেন। বিস্তারিত তথ্য বুধবার (১৫ জানুয়ারি) সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, তিনজনকেই একসঙ্গে মৌলভীবাজার থেকে মঙ্গলবার বিকেলে আটক করা হয়েছে। তাদের কক্সবাজারে আনা হচ্ছে।

প্রসঙ্গত, খুলনার সদ্য সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রব্বানী টিপুকে গত ৯ জানুয়ারি সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সী-গালের সামনের ফুটপাতে গুলি করে হত্যা করা হয়।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর