Logo

সারাদেশ

সীমান্তে কোটি টাকার পণ্যসহ আটক ২

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৯:৩৮

সীমান্তে কোটি টাকার পণ্যসহ আটক ২

ফেনীতে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) জেলার পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। এ সময় চোরাচালানে জড়িত থাকা ২জনকেও আটক করা হয়।

আটকৃতরা হলেন, ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের আবু আহম্মেদের ছেলে নজরুল ইসলাম (২৭) ও চরফ্যাশন উপজেলার বসির আহমদের ছেলে রবিউল হাসান (২৬)। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে পরশুরাম, ছাগলনাইয়া ও জোরারগঞ্জ উপজেলার মজুমদার হাট, দেবপুর, চম্পকনগর এবং অলিনগর বিওপির সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন বিজিবি সদস্যরা। অভিযানে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চিনি, গাঁজা, হুইস্কি, নৌকা এবং পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১কোটি ১৮ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করে আসামিদের ফেনী মডেল থানায় থানায় হস্তান্তর করেছে। 

এম. এমরান পাটোয়ারী/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর