Logo

সারাদেশ

কুমিল্লায় মোবাইল ছিনতাই বেড়েছে, রাত হলেই আতঙ্ক

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৯:৫৫

কুমিল্লায় মোবাইল ছিনতাই বেড়েছে, রাত হলেই আতঙ্ক

কুমিল্লায় সম্প্রতি বেপরোয়া হয়ে উঠেছে মোবাইল ছিনতাইকারী চক্র। শহরের টমসমব্রীজ, কান্দিরপাড়, শাকতলা, রাজগঞ্জ, চকবাজারে ছিনতাইয়ের ঘটনা রাতে চলাচলকারী মানুষের মধ্যে আতঙ্ক বাড়িয়ে তুলেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে কান্দিরপাড়ের এক ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়ে জানান, তিনি ও তার বান্ধবী অটোরিকশায় যাচ্ছিলেন। তখন একটি ছিনতাইকারী চক্র তাদের মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়। এমনই ঘটনা ঘটেছে টমসমব্রীজেও। সেখানে যানজটে আটকে থাকা একটি অটোরিকশা থেকে এক শিক্ষার্থীর মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় চক্রের সদস্যরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী নাবিলা জানান, টিউশন করতে যাওয়ার পথে তাকে ছিনতাইকারীরা আক্রমণ করে মোবাইল নিয়ে যায়। বর্তমানে টমসমব্রীজ ও শাকতলা হয়ে উঠেছে ছিনতাইয়ের হটস্পট।

গার্মেন্টসকর্মী তাসলিমা শাকতলা এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনতাই করার চেষ্টা করলে তাসলিমা বাধা দেন। এতে ছিনতাইকারীরা ধারালো চাকু দিয়ে তার হাতে আঘাত করে। এ ঘটনার পরও অভিযুক্তরা ধরা পড়েনি।

গত কয়েক সপ্তাহে কুমিল্লায় মোবাইল ছিনতাইয়ের ঘটনা অনেক বেড়ে গেছে। ছিনতাইয়ের ঘটনায় প্রায়ই গুরুতর আহত হওয়া কিংবা প্রাণহানির খবর আসছে। শহরের আইনশৃঙ্খলা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে।

পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইকারী চক্রের সদস্যরা প্রায়ই জামিনে মুক্ত হয়ে পুনরায় ছিনতাইয়ে জড়িয়ে পড়ে। 

পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, তিনি কুমিল্লা শহরে অপরাধ দমন করতে সব বিভাগকে নির্দেশনা দিয়েছেন। 

তিনি আরও জানান, ছিনতাই রোধে পুলিশ মোড়ে মোড়ে কাজ করছে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

কুমিল্লা পুলিশ সুপার বলেন, ‘আমরা ছিনতাইকারীদের ধরতে অভিযান চালাচ্ছি। তবে কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর