Logo

সারাদেশ

মাদ্রাসাছাত্রীকে উত্যক্ত করায় যুবকের জেল

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ২০:০৯

মাদ্রাসাছাত্রীকে উত্যক্ত করায় যুবকের জেল

গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসাছাত্রীকে উত্যক্ত করার দায়ে এক যুবককে এক বছরের কারাদণ্ডসহ জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল এ রায় দেন।

এর আগে, উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের দমদমা গ্রামে মাদ্রাসাছাত্রীকে রাস্তায় দাঁড়িয়ে উত্যক্ত করার অভিযোগে আরিফুল ইসলাম খান (৩০) নামের ওই যুবককে আটক করে স্থানীয়রা। তিনি রাজাবাড়ি ইউনিয়নের উসমান খানের ছেলে। 

এ ঘটনার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ডসহ ১ হাজার টাকা জরিমানা করেন।

আতাউর রহমান সোহেল/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর