Logo

সারাদেশ

জলাশয়গুলো ইজারামুক্ত করতে হবে : মৎস্য উপদেষ্টা

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ২০:১৭

জলাশয়গুলো ইজারামুক্ত করতে হবে : মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের জলাশয়গুলোকে ইজারামুক্ত করতে হবে। লাভের জন্য বাণিজ্যিক ইজারা দেওয়া হয়। এটা অত্যন্ত অন্যায়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, মৎস্য জাল উৎপাদনকারী ও মৎস্যজীবীদের সাথে এক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার আরও বলেন, কারেন্ট জাল সস্তা, হালকা, পরিবহনের সুবিধা ও দাম কম হওয়ার কারণে এটা জেলেরাও ব্যবহার করছে। এটা ক্ষতিকর এতে কোনো সন্দেহ নাই। কারেন্ট জালের মেস সাইজের কোন নিয়ন্ত্রণ নাই- আমরা কারেন্ট জালের মেস সাইজের ব্যাপারে মৎস্য অধিদপ্তরে যারা বিশেষজ্ঞ আছে, তাদের সাথে কথা বলে নির্দিষ্ট মেস সাইজের কথা আমরা জানাবো। সুতার একটা ব্যাপার আছে সেটাও আমরা জানাবো।

তিনি বলেন, মোট কথা এটা একদিকে টেকনিক্যাল ব্যাপার। এটা এমন না শুধু অভিযান চালালাম। মাছ তো ধরতেই হবে। সেই মাছ ধরার জন্য যেই জালগুলোও তৈরি করতে হবে। সেটা করার জন্য নির্দিষ্টভাবে কোন মেস সাইজ, কোন সুতায় তৈরি হবে এবং কীভাবে হবে, সেটা আমরা জানাবো। 

মৎস্য উপদেষ্টা আরও বলেন, আমাদের জলাশয়গুলোকে ইজারামুক্ত করতে হবে। লাভের জন্য বাণিজ্যিক ইজারা দেওয়া হয়। এটা অত্যন্ত অন্যায়। কাজেই আমরা সেটার বিরুদ্ধে একটা কাজ শুরু করেছি। যত জলাশয় আছে সেটা যেনমৎস্যজীবীদেরই দেওয়া হয়। মৎস্যের কারণেই যাতে দেওয়া হয়। এটা অন্য কোনো কারণে যাতে দেওয়া না হয়।

আবু সাঈদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর