মেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ২০:৩৬
সংঘর্ষে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার স্টেডিয়ামে চলমান বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মিরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা জাহেদ হোসেন মুন্না (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় ৮ জন আহত হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মিরসরাই পৌরসভা বিএনপির সদস্যসচিব জাহিদ হোসাইন ও মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের কর্মী সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। কথা কাটাকাটি থেকে মারামারি এবং পরে হামলার ঘটনা ঘটে। কামরুল হাসানের সমর্থকরা জাহিদ হোসাইনের সমর্থকদের উপর হামলা চালালে মিরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ৬ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক জাহেদ হোসেন মুন্না ঘটনাস্থলে নিহত হন।
হামলায় আহত হন সজিব (২৩), আরাফাত (২৩), আসিফ (২০), রাহাত (২০), হাসান (২৮), রাশেদ (১৯), হৃদয় (২৭) এবং শাকিল (২০)-সহ আরও অনেকে।
আহতদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত শাকিলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত জাহেদ হোসেন মুন্না মিরসরাই পৌরসভা বিএনপির সদস্যসচিব জাহিদ হোসাইনের সমর্থক ছিলেন।
এ ঘটনায় নিহত মুন্নার ভগ্নিপতি আরাফাত হোসেন রাতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
মিরসরাই পৌরসভা বিএনপির সদস্যসচিব জাহিদ হোসাইন বলেন, ‘এটি ছাত্রদল ও যুবদলের মধ্যে সংঘর্ষের ঘটনা। বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।’
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তন্ময় জামশেদ আলম জানান, নিহত মুন্নাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মেলায় আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের পর থেকে মেলা প্রাঙ্গণে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। মেলা কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
এমজে