চুয়াডাঙ্গায় বাসচাপায় পাখিভ্যান চালক নিহত
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ২০:৪১
চুয়াডাঙ্গার দর্শনার তমালতলা এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় রবিউল ইসলাম (৬৫) নামে এক পাখিভ্যান চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের মৃত ইন্নত আলীর ছেলে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চুয়াডাঙ্গা থেকে একটি যাত্রীবাহী বাস ও পাখিভ্যানটি জীবননগরের দিকে যাচ্ছিল। তমালতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে বাসটি পাখিভ্যানকে চাপা দেয়। এতে পাখিভ্যান চালক রবিউল সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তিনি আগেই মারা গেছেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ফেরদৌস ওয়াহিদ/এমবি