সরাইলে বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ২০:৫৭
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ৭টার দিকে উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়।
মিছিলটি সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা।
এ সময় নবগঠিত কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে অবিলম্বে কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। একই সাথে আগামী ১৫ জানুয়ারি সকাল ১১টায় আবারও কর্মসূচি ঘোষণা করে সমাবেশ থেকে।
সমাবেশে বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার প্রমুখ।
রিমন খান/এমবি