Logo

সারাদেশ

অভিজাত দোকানের মিষ্টিতে বিষাক্ত পোকা

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ২১:১৪

অভিজাত দোকানের মিষ্টিতে বিষাক্ত পোকা

ছবি : বাংলাদেশের খবর

পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের অভিজাত লক্ষ্মী মিষ্টি ভাণ্ডার -এ মিষ্টির মধ্যে বিষাক্ত পোকা পাওয়া যাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টায় জেলা প্রশাসনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, দোকানের মিষ্টির মধ্যে বিষাক্ত পোকা নড়াচড়া করছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক বিপজ্জনক হতে পারে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দোকানের মালিককে তাৎক্ষণিকভাবে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। এছাড়া ভবিষ্যতে এ ধরনের বিষাক্ত খাবার সংরক্ষণ ও বিক্রয় বন্ধের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ বলেন, জনস্বাস্থ্য রক্ষায় জেলা প্রশাসন সর্বদা তৎপর। এ ধরনের অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি আরও জানান, এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কামাল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর