বাংলাদেশের খবরে সংবাদ প্রকাশের পর ইটভাটাকে জরিমানা
মাল্টিমিডিয়া করসপন্ডেন্ট
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ২২:৫৮
ছবি : বাংলাদেশের খবর
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ‘মেসার্স এম আর বি ইকো ব্রিকস’ ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশের খবরে সংবাদ প্রকাশের পর এই ইটভাটাকে জরিমানা করা হলো।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে এই জরিমানা আরোপ করা হয়।
অভিযানে দেখা যায়, ইটভাটাটি ফসলি জমির টপ সয়েল সংগ্রহ করে ইট প্রস্তুতের জন্য ব্যবহার করছে, যা কৃষি জমি ও পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর ফলে কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে।
এ ঘটনায় ইটভাটার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করে ভবিষ্যতে কৃষিজমির মাটি ব্যবহার থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
অভিযানে মোবাইল কোর্টের বিচারিক দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান। অভিযোগের ভিত্তিতে প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
এর আগে, গত মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ‘ফসলি জমির টপ সয়েল কাটার মহোৎসব’ শিরোনামে বাংলাদেশের খবরে সংবাদ প্রকাশিত হয়। এরপরই টনক নড়ল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।